Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে নারীরা প্রশিক্ষণ নিয়ে আত্মউন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক স্ববলম্বী হচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের নারীরা প্রশিক্ষণ নিয়ে এরইমধ্যে বিভিন্ন সেক্টরে কৃতিত্বের সাক্ষর রেখেছেন।

  • কম্পিউটার:

চাঁপাইনবাবগঞ্জে 2011 সালে শুরু হয় কম্পিউটার প্রশিক্ষণ। এ পর্যন্ত 615 জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরমধ্যে অনেকেই বিভিন্ন দপ্তরে কমসংস্থানের সুযোগ পেয়েছেন। এদের মধ্যে বিভিন্ন ব্যাংক, জেলা রেজিস্টারের কার্যালয়, জেলা ভূমি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন।

 

  • দর্জি:

চাঁপাইনবাবগঞ্জ 2005 সাল থেকে 11 সাল পর্যন্ত 6 মাস মেয়াদী কোর্স মোট 14 ব্যাচে 2010 জনকে প্রশিক্ষণ দেয়া হয়। 2012 সাল থেকে এখন পর‌্যন্ত চার মেস মেয়াদি কোর্স 21 ব্যাচে 30 জন করে 1330 জনকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে অনেকেই নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন।

 

  • নকশি কাঁথা ও কাটিং:

চাঁপাইনবাবগঞ্জে 2012 সালে শুরু হয় নকশি কাঁথা ও কাটিং প্রশিক্ষণ। এ পর‌্যন্ত 500 জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে অনেকেই নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন।