Wellcome to National Portal
Main Comtent Skiped

Details of Training

নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প

নকশি কাঁথা সেলাই ও কাটিং

শহর অঞ্চলের অবহেলিত, দরিদ্র, অসচ্ছল ও বিত্তহীন মহিলাদের কারিগরী ও ‍বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা।

শহর অঞ্চলের অনগ্রসর, দরিদ্র, বেকার, বিত্তহীন মহিলা।

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা

 

আবেদন প্রাপ্তি হতে 01 মাস

 

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান, জেলা কর্মকর্তা ও ট্রেড প্রশিক্ষক।

কোর্সের মেয়াদ 04 মাস। প্রতি ব্যাচে 50 জন।

জেলা ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ এবং একে কাজে লাগিয়ে ত্মনির্ভরশীল হওয়া।

শিক্ষিত ও বেকার মহিলাদের কম্পিউটার ও তথ্য যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের, উদ্যোক্তা সৃষ্টি এবং দাতা বৃদ্ধির মাধ্যমে আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন ও ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখা।

শিক্ষিত বেকার মহিলাগণ

জামস/চাঁপাইনবাবগঞ্জ

আবেদন প্রাপ্তি হতে 01 মাস

নূন্যতম এস.এস.সি পাশ

জামস, চেয়ারম্যান জেকঃ 3AP

6 মাস প্রতি ব্যাচে 40 জন।

বৃত্তিমূলক কারিগরী প্রশিক্ষণ

দর্জি বিজ্ঞান (সেলাই/এমব্রয়ডারী) প্রশিক্ষণ

বৃত্তিমূলক ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার ও দুস্থ মহিলাদের কর্মক্ষম করে গড়ে তোলার মাধ্যমে আত্ম-কসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা।

দেশের অগ্রসর অবহেলিত, দরিদ্র বেকার মহিলা

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা

 

আবেদনের পর 15-30 দিনের মধ্যে

নুন্যতম 8ম শ্রেণী

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান, জেলা কর্মকর্তা ও ট্রেড প্রশিক্ষক।