Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

জাতীয় মহিলা সংস্থা

চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা

ই-মেইল t jmschapainawabganj@gmail.com

‘‘সিটিজেন চার্টার”

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে জাতীয় মহিলা সংস্থা মিলেনিয়াম ডেভেলপমেন্ট (MDGs) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP)এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করছে।

 

ক্রঃ নং

কার্যক্রম

সেবাসমূহ

লক্ষ্য ও উদ্দেশ্য

সেবা গ্রহণকারী ব্যক্তি/সংস্থা

সেবা প্রাপ্তির স্থান

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবা গ্রহণের যোগ্যতা/নিয়মাবলী/মানদন্ড/শর্ত

সেবা দানকারী কর্তৃপক্ষ

মন্তব্য

01

বৃত্তিমূলক কারিগরী প্রশিক্ষণ

দর্জি বিজ্ঞান (সেলাই/এমব্রয়ডারী) প্রশিক্ষণ

বৃত্তিমূলক ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার ও দুস্থ মহিলাদের কর্মক্ষম করে গড়ে তোলার মাধ্যমে আত্ম-কসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা।

দেশের অগ্রসর অবহেলিত, দরিদ্র বেকার মহিলা

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা

 

আবেদনের পর 15-30 দিনের মধ্যে

নুন্যতম 8ম শ্রেণী

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান, জেলা কর্মকর্তা ও ট্রেড প্রশিক্ষক।

 

02

আর্থসামাজিক উন্নয়ণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচী

(1)  স্বা-কর্ম সহায়ক ঋণ কার্যক্রমঃ (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত এত দ্বারা পরিচালিত, সার্ভিস চার্জ-10%)। এককভাবে সর্বোচ্চ 5,000/- এবং দলগতভাবে 25,000/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

(2) মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমঃ(সার্ভিস চার্জ-5%)। এককভাবে সর্বোচ্চ 5,000/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

দরিদ্র, বেকার, দক্ষ, অদক্ষ, উদ্যোমী মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে আত্ম- কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

দুস্থ, অসহায়, বেকার ও উদ্যোমী কর্মক্ষম মহিলা

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা

 

ঋণ প্রস্তাব  প্রাপ্তির 15 দিনের মধ্যে

(1) ঋণ গ্রহণে ইচ্ছুক মহিলাদের স্থানীয় হতে হবে।

(2) তাদের বয়স 15-55 বছর।

(3) দুস্থ, স্বামী পরিত্যাক্ত, বিধবা ও অবিবাহিত মহিলা এবং প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাগণ অগ্রাধিকার পাবেন।

(4) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান, জেলা কর্মকর্তা

 

03

আইনগত সহায়তা প্রদান

আইনগত সহায়তা প্রদান

নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান।

দুস্থ, অসহায় ও নির্যাতিত মহিলা

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা

 

আবেদন প্রাপ্তির 07 দিনের মধ্যে

 

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান, জেলা কর্মকর্তা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সহায়তা দেয়া হয়।

 

 

04

সচেতনতা মূলক কর্মসূচী

 

উঠান বৈঠক

নারী নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি।

জেলার প্রান্তিক মহিলা জনগোষ্ঠি

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা

 

প্রতি মাসে

 

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান, জেলা কর্মকর্তা

 

05

বিশেষায়িত আধুনিক ট্রেড প্রশিক্ষণ

(1)  খাদ্য প্রত্রিয়াজাতকরণ ও খাদ্য তৈরী

(2) ইন্টেনিয়র ডেকোরেশন ও হাউজকিপিং

(3) মোবাইল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সার্ভিসিং

(4) বিউটিফিকেশন

(5) ইংরেজি ভাষা শিক্ষা

দারিদ্র বিমোচনের লক্ষ্যে দেশের অবহেলিত, দরিদ্র, অসচ্ছল ও বিত্তহীন মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সৃষ্টি

শিক্ষিত বেকার মহিলাগণ

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা

 

আবেদন প্রাপ্তি হতে 01 মাস

 

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান, জেলা কর্মকর্তা

কোর্সের মেয়াদ 04 মাস। প্রতি ব্যাচে 20 জন

06

নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প

নকশি কাঁথা সেলাই ও কাটিং

শহর অঞ্চলের অবহেলিত, দরিদ্র, অসচ্ছল ও বিত্তহীন মহিলাদের কারিগরী ও ‍বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা।

শহর অঞ্চলের অনগ্রসর, দরিদ্র, বেকার, বিত্তহীন মহিলা।

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা

 

আবেদন প্রাপ্তি হতে 01 মাস

 

জাতীয় মহিলা সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান, জেলা কর্মকর্তা ও ট্রেড প্রশিক্ষক।

কোর্সের মেয়াদ 04 মাস। প্রতি ব্যাচে 50 জন।

07

জেলা ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ এবং একে কাজে লাগিয়ে ত্মনির্ভরশীল হওয়া।

শিক্ষিত ও বেকার মহিলাদের কম্পিউটার ও তথ্য যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের, উদ্যোক্তা সৃষ্টি এবং দাতা বৃদ্ধির মাধ্যমে আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন ও ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখা।

শিক্ষিত বেকার মহিলাগণ

জামস/চাঁপাইনবাবগঞ্জ

আবেদন প্রাপ্তি হতে 01 মাস

নূন্যতম এস.এস.সি পাশ

জামস, চেয়ারম্যান জেকঃ 3AP

6 মাস প্রতি ব্যাচে 40 জন।